তেঁতুলিয়ায় ঢাকাগামী নাইট কোচ থেকে ফেন্সিডিল উদ্ধার, অভিযুক্ত সুপারভাইজার পলাতক

|

প্রতীকী ছবি।

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নাইট কোচ থেকে ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত সুপারভাইজার মোশারফ মানিক (৪২) পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় মহাসড়কে যাত্রীবাহী ওই বাস থেকে ফেন্সিডিলগুলো জব্দ করা হয়।

জানা গেছে, অভিযুক্ত মানিক তেঁতুলিয়ার কানকাটা এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি হানিফ পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নাইট কোচে তল্লাশি চালিয়ে একটি কাপড়ের ব্যাগ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। একইসময় ব্যাগে লুঙ্গি, প্যান্ট ও শার্টসহ পরিবহনের ইউনিফর্ম পাওয়া যায়। এদিকে ঘটনার আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মোশারফ মানিক। এ সময় পরিবহনের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মানিকের আজ অফ ডিউটি ছিল।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, মানিককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply