আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে দাবানল, কানাডার অ্যালবার্টায় শতাধিক সেনাসদস্য মোতায়েন

|

দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কানাডার অ্যালবার্টায়। কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সাহায্যের জন্য প্রায় ৩০০ সেনাসদস্য পাঠানো হয়েছে। খবর রয়টার্সের।

গত সপ্তাহ থেকে অঞ্চলটিতে শুরু হয়েছে দাবানল। প্রায় ৩০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদে। এখনও ৭৫টি স্থানে জ্বলছে আগুন। যার মধ্যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে ২৩টি। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১ হাজারের বেশি কর্মী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রতিবছর মে মাসের শুরুতে অঞ্চলটি দাবানলের কবলে পড়ে। তবে এ বছর তা অস্বাভাবিক আকারে ছড়াচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত পুড়ে গেছে প্রায় ৪ লাখ হেক্টর এলাকা। আরও কিছুদিন তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply