কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার সদর দক্ষিণে বকশিশ পাওয়া ১০০ টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে মারুফ নামের এক সহকর্মীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। পরে ঘাতক রাব্বিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে।
শুক্রবার (১২ মে) সকালে নগরীর শাকতলা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য জানান।
র্যাব জানায়, গত বুধবার (১০ মে) সকালে সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এস কে পেট্রোল পাম্পে এ খুনের ঘটনা ঘটে। নিহত মারুফ ও রাব্বি ওই ফিলিং স্টেশনে কাজ করতো। ঘটনার দিন মারুফের ডিউটি থাকলেও ওইদিন রাব্বিকে তা দেয়া হয়। এর আগে মারুফ ডিউটির সময় কোনো এক কাস্টমারের কাছ থেকে বকসিস পাওয়া ১০০ টাকা ভাগ চায় রাব্বি। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বি ঠান্ডা মাথায় অফিস রুম থেকে একটি ছুরি নিয়ে আচমকা এলোপাতাড়ি কুপাতে থাকে মারুফকে।
র্যাব আরও জানায়, এ সময় দৌড়ে পালাতে গিয়ে মারুফ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিন রাতে নিহত মারুফের মা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় রাব্বির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ইউএইচ/

