ঢাকায় শুরু হলো ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স

|

ঢাকায় শুরু হয়েছে ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স। শুক্রবার (১২ মে) সকাল থেকে শুরু হয়েছে সম্মেলনপূর্ব থিমেটিক সেশন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ আয়োজনে অংশ নিচ্ছেন ২৫ দেশের প্রতিনিধি।

এবারের সম্মেলনের মূল ভাবনা শান্তি, সমৃদ্ধি ও অংশীদারিত্ব। সকালের থিমেটিক সেশনগুলোর মূল ভাবনা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা। এতে অর্থনৈতিকভাবে টেকসই করা, শান্তি শৃঙ্খলা, সব দেশ মিলে ভবিষ্যতের নিরাপত্তার ইস্যুগুলো উঠে আসে।

বক্তারা বলেন, এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চারটি থিমেটিক সেশনের পর সন্ধ্যায় মূল সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply