তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। তাই আজ শুক্রবার (১২ মে) দ্বিতীয় ম্যাচে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একাদশে নেই পরিবর্তনের আভাস। তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা টাইগারদের। সিরিজের প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত পারফর্ম করতে না পারায় আরও একটা সুযোগ পেতে যাচ্ছেন সবাই।
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বিকেল ৩:৪৫ টায়। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুই দলের সামনেই রয়েছে এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ।
দ্বিতীয় ওয়ানডের জন্য অনুশীলনে ব্যাটিং নিয়ে আলাদা কাজ করেছে কোচিং প্যানেল। টাইগার স্পিনার তাইজুল বলছেন, বৈরি কন্ডিশন হলেও পেসারদের পাশাপাশি ম্যাচ জয়ে বিশেষ অবদান রাখতে চান তারাও।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামার ইঙ্গিত মিলেছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ফলে দলে পাঁচ ব্যাটারের পাশাপাশি দুই অলরাউন্ডার, এক স্পিনার ও তিন পেসার দেখা যাবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
/আরআইএম
Leave a reply