অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’, সমুদ্র বন্দরগুলোতে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

|

ঘূর্ণিঝড় ‘মোখা’ আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, সেন্টমান্টিনে ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ৪টি সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এরইমধ্যে বৃষ্টি শুরু হয়েছে কক্সবাজারে।

ব্রিফিংয়ে আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার (১২ মে) দুপুর ১২টায় কক্সবাজার থেকে প্রায় ৯৩৫, পায়রা সমুন্দ্র বন্দর থেকে ৯৩০, মোংলা থেকে ৯৬৫ ও চট্টগ্রাম থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ‘মোখা’। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ও আরও ঘণীভূত হতে পারে।

অতি প্রবল ঘুর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, রোববার বিকেল বা সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে স্থলভাগে। তবে ঘূর্ণিঝড়টি মিয়ানমার অংশে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply