প্রথম ওভারেই হাসানের আঘাত; শূন্য রানে ফিরলেন স্টার্লিং

|

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা প্রথম ওভারেই প্রমাণ করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। দুর্দান্ত সুইংয়ে পরাস্ত করেছেন আইরিশ ওপেনার পল স্টার্লিংকে।

ইংল্যান্ডের চেমসফোর্ডে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। শুরুতেই আয়ারল্যান্ডের অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংকে ফেরান হাসান মাহমুদ। উইকেটের পেছনে ক্যাচ ও রিভিউ নেয়ার ক্ষেত্রে দারুণ দক্ষতা দেখিয়েছেন মুশফিকুর রহিম।

হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে ইনসুইং ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন স্টার্লিং। বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বাম দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিক। 

স্পষ্ট শব্দ শোনা গেলেও বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। মুশফিকের কাছ থেকে নিশ্চয়তা পেয়ে রিভিউ নেন তামিম ইকবাল। রিপ্লেতে দেখা যায়, ব্যাট ছুঁয়েই গেছে বল। ফলে আম্পায়ার তার সিদ্ধান্ত বদল করেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply