তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। আইরিশ উলভসদের দেয়া ১৮৪ রানের টার্গেটে ৭ বল হাতে রেখেই ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নেয় সৌম্য, মিথুনরা।
বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে নিজেদের দারুনভাবে তুলে ধরেন সৌম্য সরকারের দল। খেলতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে আইরিশরা।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ‘এ’ দলকে চাপে ফেলেন সাইফ উদ্দিন। তার দুই আর শরিফুলের এক উইকেটে ৪৪ রানে তিন উইকেট কেড়ে নেন স্বাগতিকরা। চতুর্থ উইকেটে উইলিয়াম পোর্টারফিল্ড ও সিমি ১১১ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। এই দুই ব্যাটসম্যানের জোড়া ফিফটিতে বৃষ্টি বিঘ্নিত ১৮ ওভারের ম্যাচে ৫ উইকেটে ১৮৩ রান করে আয়ারল্যান্ড ‘এ’ দল।
জাবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার। মাত্র ২৩ বলে ফিফটি করেন মিথুন। মাত্র ৮ ওভারে ১০০ রানের গণ্ডি পেরোয় ‘এ’ দল। মিথুনের ৮০, সৌম্যর ৪৭ রানের ইনিংসের পর আল আমিন জুনিয়র ও মুমিনুল হকের অপরাজিত ২১ ও ১১ রানের দুই ইনিংসে ৬ উইকেটে সহজ জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply