সালমান খানকে নিরাপত্তা দেবে ৭০০ পুলিশ

|

সালমান খান। ছবি : সংগৃহীত

এক যুগ পর কলকাতায় যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজানের কলকাতা আগমন ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে কাজ করছে প্রচণ্ড উন্মাদনা। ফলে সালমানের অনুষ্ঠানকে ঘিরে কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তা। খবর টিভি নাইন বাংলার।

কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে, জনপ্রিয় এ অভিনেতার অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৭০০ পুলিশকর্মী। এ নিরাপত্তা বহরের দায়িত্বে থাকবেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার। এছাড়া আরও দুজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার ও সাতজন ডিসিসহ মোট ৭০০ পুলিশকর্মী।

পুলিশ আরও জানিয়েছে, সালমানের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেয়া হয়েছে। এ ছাড়া শহরের পা রাখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। সালমানকে দই-মিষ্টি দিয়ে আপ্যায়নের পরিকল্পনা রয়েছে কলকাতার।

শহরে পৌঁছে আলিপুরের একটি পাঁচতারা হোটেলে উঠবেন ভাইজান। সন্ধ্যায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হবে অনুষ্ঠান।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply