প্রশান্ত মহাসাগরে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে জব্দ করা হলো মাদকের বিশাল চালান। কলম্বিয়ার ডুবোজাহাজ থেকে উদ্ধার হয় তিন টন কোকেন। খবর এবিসি শিকাগোর।
এই মাদকের বাজারমূল্য প্রায় ১০ কোটি ৩০ লাখ ডলার। কলম্বিয়ার নৌবাহিনী নিশ্চিত করেছে এ তথ্য। জব্দ করা হয়েছে ডুবোজাহাজটি। প্রায় ১০০ মিটার লম্বা ও তিন মিটার চওড়া সাবমেরিনটি মাদক নিয়ে যাচ্ছিল মধ্য আমেরিকার দিকে। ঘটনাস্থল থেকে আটক করা হয় তিন ক্রুকে। তাদের দাবি, বড় একটি চোরাকারবারী চক্রের চাপে বাধ্য হয়ে মাদক পরিবহন করছিলেন তারা।
দীর্ঘদিন ধরেই কলম্বিয়াসহ আশপাশের দেশগুলো মাদক পাচারে ব্যবহার করছে এ ধরনের ডুবোজাহাজ। এর ফলে সহজেই শনাক্ত করা সম্ভব হয়না চোরাকারবারীদের। মাদকের উৎপাদন বন্ধে কয়েক দশক ধরেই কড়াকড়ি রয়েছে কলম্বিয়ায়। এরপরও বিশ্বের অন্যতম শীর্ষ মাদক উৎপাদনকারী দেশটি।
এটিএম/
Leave a reply