দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম অপারেশনের মাধ্যমে নারীতে রূপান্তর হলেন যুবক

|

খুলনা ব্যুরো:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম যুবক থেকে নারীতে রূপান্তরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মে) রাতে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে নারীতে রূপান্তরিত হয় যুবক। চিকিৎসকরা জানান, সফল অস্ত্রোপচারে যুবককে নারীতে রূপান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তাকে ওই ক্লিনিকের পোস্ট অপারেটিভে রাখা হয়েছে।

অস্ত্রোপচারে অংশ নেয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক ডা. নিরুপম মন্ডল জানান, রোগীর শরীরে পুরুষের সব অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও বাহ্যিক দিক দিয়ে তাকে নারীর মতো দেখা যেতো। এমনকি তার চলাফেরা ও বন্ধুরাও ছিলেন নারী।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে নারীতে রূপ দেয়া হয়েছে। নারীরূপ লাভ করার পর এখন থেকে তিনি নারী অবয়বের সবকিছুই পাবেন। এমনকি তিনি বিয়েও করতে পারবেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply