ভয়ঙ্কর বন্যায় ভাসছে কেরালা। সর্বশেষ খবর অনুযায়ী, এক সপ্তাহে ৩৩৩ জনের মৃত্যু হয়েছে ৷ ভেঙেছে একের পর এক বাড়ি, গৃহহীন লক্ষ লক্ষ মানুষ। উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ঘরছাড়া মানুষগুলোকে রাখা হয়েছে অস্থায়ী শিবিরে৷
তবে এই সময় সামাজিক মাধ্যম পালন করছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ৷ টুইটার, ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে নিজেদের সুরক্ষিত করছেন অনেকে। কেরালার প্রচুর মানুষ টুইট করে নিজেদের অবস্থান জানাতে পেরেছেন। সেই মোতাবিক তাদের কাছে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ বেশকিছু হ্যাশট্যাগ ব্যবহার করছিল উদ্ধারকারীরা। সেইসব হ্যাশট্যাগ ব্যবহার করে যারা ট্যুইট করেছিল, তাদের কাছে পৌঁছনো সহজ হয়েছে৷
ফেসবুকে যারা নিজেদের দুরবস্থার কথা পোস্ট করেছিলেন, তাদের ডাকেও সাড়া দেওয়া সম্ভব হয়েছিল ৷ হোয়াটসঅ্যাপের মেসেজ পরিচিতদের সহায়তা চাওয়ার পর অনেকে উদ্ধার হতে পেরেছেন।
কেরালায় বন্যাকবলিত মানুষের সাহায্যে নিজেদের পারসন ফাইন্ডার টুলটি সক্রিয় করেছে গুগুল ৷ এরফলে বন্যায় আটকে পড়া বহু মানুষকে খুঁজে পাওয়া সহজ হয়েছে উদ্ধারকারীদের জন্য।
সূত্র: news18
Leave a reply