গেতাফের বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের মহারণের কথা মাথায় রেখে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই বিশ্রাম দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। খেলায় এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে মার্কো আসেন্সিওর গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। সবশেষ চার ম্যাচে এটি রিয়ালের দ্বিতীয় জয়।

নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফেকে আতিথ্য জানায় রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা খোয়ানোটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে রিয়ালের। তাই করিম বেনজেমা, রদ্রিগো, দানি কারভাহালদের বিশ্রাম দিয়ে রিয়ালের শুরুর একাদশে জায়গা মেলে এডেন হ্যাজার্ডের। স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ, টনি ক্রুস ও অ্যান্টোনিও রুডিগার।

ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরের পর আবার প্রথম একাদশে এডেন হ্যাজার্ড। অবশ্য ৬১ মিনিটে তাকে উঠিয়ে নেয়া হয়। ম্যাচে কোনও ছাপ রাখতে পারেননি বেলজিয়ান তারকা। প্রথমার্ধে এলোমেলো ফুটবলে কোনো গোল না হলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

ছবি: সংগৃহীত

বিরতির পর ডেডলক ভাঙেন রিয়ালের ফরোয়ার্ড মার্কো আসেন্সিও। ডি বক্সের বাইরে থেকে আসেন্সিওর বুলেট গতির শট মাক্সিমোভিচের বুকে লেগে দিক পাল্টে জড়ায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৭৫তম মিনিটে বল জালে পাঠান ভিনিসিয়াস। কিন্তু তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ফলে ১-০ গলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

৩৪ ম‍্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। ৩৩ ম‍্যাচে ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বার্সেলোনা। সমান ম‍্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে যাওয়া আটলেটিকো মাদ্রিদের সামনে সুযোগ আছে নগর প্রতিদ্বন্দ্বীদের টপকে যাওয়ার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply