দ্বিতীয়বারের মতো ইউরোভিশন প্রতিযোগিতা জিতলেন সুইডেনের শিল্পী লরেন। তিনিই একমাত্র নারী যিনি দুইদফা এই সম্মাননা পেলেন। খবর ইউরো নিউজের।
শনিবার (১৩ মে) স্থানীয় সময় রাতে সংগীত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এসময় নিজের ‘ট্যাটু’ গান দিয়ে লিভারপুলের মঞ্চ মাতান তিনি। ফিনল্যান্ডের কারিজা দখল করেন দ্বিতীয় স্থান। দর্শকদের ভোটে তিনি এগিয়ে থাকলেও অংশগ্রহণকারী ৩৭টি দেশের জুরিবোর্ডের ভোট ছিল লরেনের পক্ষে।
অবশ্য ৬৭তম এই আয়োজনের রীতি অনুসারে অনুষ্ঠান পরিচালনা করতে পারেনি গত বছরের বিজয়ী দল ইউক্রেন। দেশটিতে যুদ্ধ চলার কারণেই অনুষ্ঠান পরিচালনার সুযোগ পায়নি দলটি।
এসজেড/

