সাকিবকে ছাড়া যেমন হতে পারে টাইগারদের একাদশ

|

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে আজ (১৪ মে) মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ইনজুরি হানা দিয়েছে টাইগার শিবিরে। আঙুলের ইনজুরিতে পড়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে আজ অভিষেক হতে পারে রনি তালুকদারের।

ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে প্রত্যাশিত পারফর্ম না করা শরীফুল ইসলামের জায়গায় সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে ইয়াসির আলী রাব্বির।

শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে টিম ম্যানেজমেন্টের ভাবনার পুরোটা জুড়েই রয়েছে ওপেনিং ব্যাটারদের কাছে বড় ইনিংস না পাওয়া। বেশ কিছু সিরিজ ধরেই নিজের সেরা ফর্মে নেই অধিনায়ক তামিম ইকবাল। সবশেষ ৮ ম্যাচে তামিমের রান ১৭৬! স্ট্রাইক রেট ৭১.৫০। নেই কোনো ফিফটি আর গড় মাত্র ২২!

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম/মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply