রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল লতিফ (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল লতিফ জেলা শহরের বিনোদপুর এলাকায় মৃত আনসার আলীর ছেলে।
রোববার (১৪ মে) সকাল ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম বলেন, একটি অর্থঋণ মামলায় গত ২২ মার্চ থেকে কারাগারে ছিলেন আব্দুল লতিফ। কারাগারে আসার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। তাই কারাগারের হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
হঠাৎ আজ (রোববার) সকাল সাড়ে ৬টার দিকে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।
এসজেড/

