বাতাসের গতিবেগ কমেছে মোখার কেন্দ্রে

|

কক্সবাজার ও মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র। এর প্রভাবে সেন্টমার্টিন ও কক্সবাজার উপকূলে প্রবল ঝড়-বৃষ্টি হলেও কেন্দ্রে বাতাসের গতিবেগ কিন্তু কমে এসেছে।

রোববার (১৪ মে) দুপুরেও এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ থেকে ২১৫ কিলোমিটার। তবে বিকাল ৩টার পর কেন্দ্রে বাতাসের গতিবেগ কমে এসেছে। এখন মোখার কেন্দ্রে ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মোখার কারণে গতকাল থেকেই কক্সবাজারে জারি রয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে জোয়ার না থাকায় জলচ্ছ্বাসের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply