মোখার ভয়াল রূপ: শাহপরীর দ্বীপে ভেঙে পড়ছে ঘরবাড়ি-গাছপালা

|

তীব্র বাতাসে দাঁড়িয়ে থাকাই কষ্ট। খোলা জায়গায় দাঁড়ানোর কোনো উপায়ই নেই। ঘূর্ণিঝড় মোখার আঘাতে এটি হচ্ছে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের চিত্র। বৃষ্টিসহ তীব্র বাতাসে ভেঙে পড়েছে দ্বীপটির ঘরবাড়ি ও গাছপালা।

রোববার (১৪ মে) দুপুরে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ধরে শাহপরীর দ্বীপে বাতাসের বেগ ক্রমেই বাড়ছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র টেকনাফ উপকূলদের কাছ দিয়েই অতিক্রম করছে বলে ধারণা করা হয়েছে। দেড়-দুই ঘণ্টার টানা তীব্র ঝড়ে গাছপালার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে বলেও জানা গেছে। অনেক জায়গায় ছোট ছোট বেশ কিছু ঘরও ভেঙে পড়েছে।

শাহপরীর দ্বীপের অধিকাংশ মানুষই আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছে বলে জানা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে বাতাসের বেগ বৃদ্ধি পাচ্ছিল। সাইক্লোন মোখার তাণ্ডব শাহপরীর দ্বীপে আরও ঘণ্টাখানেক চললে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply