উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ (১৪ মে) সিটুয়ের নিকট দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগের উপর অবস্থান করছে।
আবহাওয়া অধিদফতরের ব্রিফিংয়ে ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। বলা হয়, দুপুর ৩টায় ঘূর্ণিঝড়টি ৩টায় সিটুয়ে হয়ে মিয়ানমার দিকে চলে গেছে। বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলা এবং তাদের দূরবর্তী দ্বীপসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ব্রিফিংয়ে আবহাওয়া অধিদফতরের উপ পরিচালক আসাদুর রহমান জানান, কক্সবাজার ও টেকনাফ উপকূলে সেন্টমার্টিনের উপর দিয়ে গিয়ে উপকূল অতিক্রম করেছে মোখা। সেন্টমার্টিনে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে বাতাস বইছে। ঘূর্ণিঝড়টি মিয়ানমারের দিকে চলে গেলেও বাংলাদেশ অংশে এর প্রভাব বিলীন হতে সন্ধ্যা নাগাদ সময় লাগবে।
আবহাওয়া অধিদফতরের উপ পরিচালক আসাদুর রহমান এ সময় আরও জানান, মোখার কারণে বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি আর হবে না। তবে এর প্রভাব থাকবে। পাহাড়ি এলাকায় প্রবলবৃষ্টির সাথে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
/এম ই
Leave a reply