চট্টগ্রাম ব্যুরো:
ঘূর্ণিঝড়ের কারণে পেছানো হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। পূর্ব-নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ডেপুটি রেজিস্ট্রার তথ্য দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির A ইউনিটের পূর্ব-নির্ধারিত ভর্তি পরীক্ষাসমূহ ১৬ ও ১৭ মে ২০২৩ তারিখের যথাসময়ে অনুষ্ঠিত হবে। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষাসমূহও পূর্ব-নির্ধারিত যথাসময়ে অনুষ্ঠিত হবে, ঘূর্ণিঝড়ের কারণে পেছানো হবে না।
/এনএএস
Leave a reply