মোখায় লন্ডভন্ড সেন্টমার্টিন, গাছপালা ভাঙার পাশাপাশি উড়ে গেছে বহু ঘরবাড়ি

|

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে সেন্টমার্টিন দ্বীপের ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনা। রোববার (১৪ মে) দুপুরে মোখা উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে প্রচুর বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

রোববার বিকেলে সেন্টমার্টিনে বাতাসের গতি ছিল অনেক বেশি। অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। বড় বড় গাছ ও নারিকেল গাছ দুমড়ে মুচড়ে পড়ছে। দোকানপাট ভেঙে উড়ে গেছে। পুরো সেন্টমার্টিনে বৃষ্টির পানি ও বাতাসের তীব্রতায় কিছুই দেখা যাচ্ছে না। বৈরি আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছে না সেন্টমার্টিনের বাসিন্দারা।

এদিকে, বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে মোখা মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে আঘাত হেনেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply