মিয়ানমারে মোখা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

|

ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে উত্তর ও উত্তর পশ্চিম হয়ে মিয়ানমারের সিটোয়া অঞ্চলে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে। তাই বাংলাদেশের বন্দরগুলোতে বিপদসংকেতও কমিয়ে আনা হয়েছে।

রোববার (১৪ মে) আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, চট্টগ্রাম ও পায়রায় ৮ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও মংলায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা ছয়টায় টেকনাফ হয়ে বাংলাদেশ উপকূল পেরিয়ে যায়। এটি দুর্বল হয়ে মিয়ানমারের সিটোয়াতে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর স্থলভাগে আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে মোখা।

দুপুর আড়াইটায় ১৪৭ কিমি বেগের বাতাস সেইন্ট মার্টিন থেকে রেকর্ড করা হয়েছে। আগামীকাল থেকে ঢাকাসহ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রাও কমবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply