স্বাভাবিক হলো চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

|

চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রম করার পর বন্দরের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৫ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইটও পরিচালিত হবে।

বন্দরসূত্রে জানা যায়, বন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ায় কেউ ইচ্ছা করলে রোববার রাত থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে। আর মাদার ভেসেল থেকে সোমবার সকাল থেকে পণ্য উঠানামা শুরু হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মোখার প্রভাবে বন্দরের যাতে ক্ষয়ক্ষতি না হয়, এজন্য চট্টগ্রাম বন্দরে বাথিং থাকা ২১টি মাদার ভেসেলকে (বড় জাহাজ) জেটি থেকে গতকাল শনিবার ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply