সেনা সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান থাই ভোটারদের, জোট গঠনের পথে সেনা শাসন বিরোধী দুই দল

|

সেনা সমর্থিত সরকারকে প্রত্যাখান করলেন থাইল্যান্ডের ভোটাররা। জোট সরকার গঠনের পরিকল্পনা সাজাচ্ছে তরুণ প্রজন্মের মুভ ফরোয়ার্ড এবং সিনাওয়াত্রার পিউ থাই পার্টি। নির্বাচনের প্রাথমিক ফলাফলে এই দুই রাজনৈতিক দলই সবচেয়ে এগিয়ে। খবর আল জাজিরার।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৭ শতাংশ ভোটগণনা সম্পন্ন হয়েছে। সে অনুসারে, সর্বোচ্চ সমর্থন পাচ্ছেন প্রযুক্তি শিল্পে জনপ্রিয় প্রধান নির্বাহী পিতা লিম-জারোন-রাত। তার মুভ ফরোয়ার্ড পার্টি সবচেয়ে এগিয়ে। দ্বিতীয় অবস্থানে পিউ থাই পার্টি। যা পরিচালনা করছেন সাবেক প্রধানমন্ত্রীর কন্যা পায়ে-তং-তার্ন সিনাওয়াত্রা। সেনা শাসন বিরোধী দুটি দলই জোট বাধার বিষয়টি স্পষ্ট করেছেন। অবশ্য, চূড়ান্ত ফলাফলের পরই তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সরকার গঠন ছাড়াও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন জোট। পার্লামেন্টের নিম্নকক্ষের জন্য বাছাই করতে হবে ৫০০ জনপ্রতিনিধি। তাছাড়া সিনেটের আড়াইশো আসনেও দিতে হবে নিয়োগ। যা পুরোপুরিই সামরিক প্রভাবের আওতাধীন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply