ভারতে ঝোপ থেকে প্রায় অর্ধশত বাঁদরের মরদেহ উদ্ধার ঘিরে রহস্য

|

ভারতের উত্তরপ্রদেশে প্রায় অর্ধশতাধিক বাঁদরের মরদেহ উদ্ধার করেছে দেশটি বন অধিদফতর। রোববার (১৪ মে) রাজ্যের হাপুরের গড়মুক্তেশ্বর এলাকার একটি ঝোপ থেকে বাঁদরগুলোর মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে এতগুলো প্রাণীর একসাথে মৃত্যু হলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তবে এ নিয়ে রহস্য তৈরি হয়েছে ওই এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, রোববার ঝোঁপের মধ্যে বাঁদরগুলো মরদেহ দেখতে পান স্থানীয়রা। সাথে সাথেই খবর দেয়া হয় পুলিশকে, আসে বন অধিদফতরের কর্মকর্তারাও। সেখান থেকে একে একে ৪০টিরও বেশি বাঁদরের মরদেহ উদ্ধার করা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিষক্রিয়ার জেরে বাঁদরগুলোর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে বন অধিদফতর। যেখান থেকে বাঁদরগুলোর মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তরমুজ এবং গুড় পাওয়া গেছে। তবে ওই তরমুজ এবং গুড় খেয়েই বাঁদরগুলোর মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। এসব খাবারে বিষ মেশানো হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের জন্য বাঁদরগুলোর মরদেহ বরেলিতে অবস্থিত ‘ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট’-এ পাঠানো হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply