বরিশাল ব্যুরো:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের ৩ কর্মীকে মারধর ও জখমের অভিযোগে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
এদের মধ্যে মান্নাসহ ১০ জনকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। বাকি ৩ জনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব। এ ঘটনায় ২১ জন নামধারীসহ অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা হয়েছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার রাত ৮টার দিকে নগরীর মহাশ্মশান এলাকায় নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের কর্মী মনা, হালিম ও জাহিদের ওপর হামলা চালায় মেয়র সাদিক আব্দুল্লাহ অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মান্নার বিরুদ্ধে। রাতেই অভিযান চালিয়ে হাসপাতাল রোড এলাকা থেকে মান্নাসহ ১০ জনকে আটক করে পুলিশ।
এদিকে, মান্নাকে নির্দোষ দাবি করে দুপুরে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। সোহেল চত্বর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান নেতারা।
ইউএইচ/
Leave a reply