দেশে বিকল্প নেতৃত্ব নেই, প্রধানমন্ত্রী জাতিকে এই ধারণা দিতে চান: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বঘোষিত প্রধানমন্ত্রী জাতিকে ধারণা দিতে চান দেশে বিকল্প কোনো নেতৃত্ব নেই। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিদেশের সফরটি একেবারেই ফলাফলশূন্য। বিদ্যুৎখাতকে দুর্নীতির সর্বোচ্চখাত হিসেবে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, সরকারি দলের লোকজনই এই দুর্নীতির সাথে জড়িত। জনগণের পকেট কেটে সারচার্জ দিতে হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, দেশে রিজার্ভ কমেছে। কয়েকদিন পরে আবার সংকট বাড়বে। দেশ চরম অর্থনৈতিক সংকটে।

ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী পশ্চিমা দেশগুলোর প্রতি অত্যন্ত বিরক্ত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নিষেধাজ্ঞা বিষয়ে হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী কথা বলছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী বোধহয় বিরক্ত।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply