বিএনপি সংসদে নাই, তাই নির্বাচনকালীন সরকারের বিষয়ে তাদের নিয়ে চিন্তা করার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, বিএনপি যদি আবারও জ্বালাও-পোড়াও শুরু করে তাদেরকে আর ছাড়া হবে না।
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর নিয়ে সোমবার (১৫ মে) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশকে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই। যারা নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে কোনো কিছু কেনা হবে না। এখানে সম্পর্কের কিছু নেই, বাংলাদেশ কারও উপর নির্ভরশীল নয়।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এ সময় বিদ্যুৎ খাতের ভর্তুকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই খাতে ভতুর্কি দিলে বিত্তবানরাই লাভবান হয়।
/এমএন
Leave a reply