ধানমণ্ডির সড়ক গাছ রক্ষা আন্দোলন; কবিতা আর গানেগানে চলছে প্রতিবাদ

|

কবিতা আবৃত্তি আর গানেগানে আজও রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কের বিভাজকের গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন সংগঠন।

সোমবার (১৫ মে) বিকেলে সাতমসজিদ সড়কের পাশে আবাহনী মাঠ এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংহতি প্রকাশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ‘তেঁতুলতলা সহযাত্রী সাংস্কৃতিক গোষ্ঠী’। এ সময় তারা প্রতিবাদী কবিতা, এককও দলীয় গানের মাধ্যমে গাছ কাটার প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের দাবি, গাছ, প্রাণ ও প্রকৃতি ধ্বংস করা উন্নয়ন নগরবাসী চায় না। গাছকে গাছের জায়গায় রেখে বিকল্পভাবে উন্নয়ন করতে হবে। এ সময় সিটি করপোরেশনকে গাছ কাটা বন্ধের আহ্বান জানান তারা। অন্যথায়, গাছ কাটার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা৷

এ সময় আগামীকাল মঙ্গলবার (১৬ মে) শিশুদের চিত্রাঙ্কন মাধ্যমে গাছ কাটার প্রতিবাদের ঘোষণা দেন তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply