নিউজিল্যান্ডের হোস্টেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬

|

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি হোস্টেল। এতে প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের। এখনও নিখোঁজ ১১ জন। খবর এপির।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় ভোররাতের দিকে আগুন লাগে বহুতল ভবনটিতে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনের উপরের তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ৯২টি কক্ষের ওই ভবনের অন্যান্য তলাতেও।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ৫২ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয় ওই হোস্টেল থেকে। ক্ষতিগ্রস্ত ভবনটির ছাদ ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে সতর্কতা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তবে কী কারণে এ আগুন লাগলো তা এখনও জানা যায়নি। এ অগ্নিকাণ্ডের কারণে শহরের অন্যতম প্রধান একটি সড়ক বন্ধ রাখা হয়েছে। দূষণের কারণে আশপাশের বাড়িঘরগুলোর দরজা জানালা বন্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply