Site icon Jamuna Television

ইমরান খানের জামিনের প্রতিবাদে ক্ষমতাসীন দলের বিক্ষোভ

পাকিস্তানের রাজনীতিতে এখন উত্তাল অবস্থা। ইমরান খানের গ্রেফতার ও জামিন ইস্যুতে তৈরি হয়েছে নানা নাটকীয়তা। এরই মধ্যে এই পিটিআই নেতাকে জামিন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে পাকিস্তানের ক্ষমতাসীন জোটের সমর্থকরা। ইমরান খানের জামিন মঞ্জুর করায় দেশটির প্রধান বিচারপতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। খবর এএনআই এর।

সোমবার (১৫ মে) ইসলামাবাদে সুপ্রিম কোর্টের সামনে হয় সমাবেশ। বেশ কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক দলের সদস্যরা অংশ নেয় বিক্ষোভে। মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। ইমরান খানের বিচার চেয়ে স্লোগান দেন তারা। পিটিআই নেতাকে ফের গ্রেফতারের দাবিও জানান বিক্ষোভকারীরা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী। পুলিশের প্রহরাতেই চলে মিছিল-সমাবেশ। প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে জানিয়েছে পুলিশ।

গত ৯ মে আল কাদির ট্রাস্ট মামলায় আটক হন ইমরান খান। বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। ১২ মে জামিন দেয়া হয় পিটিআই নেতাকে।

এসজেড/

Exit mobile version