মোখার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে রাখাইনে জান্তা প্রধান

|

মোখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের একাংশের স্যাটেলাইট চিত্র ও দেশটির জান্তা প্রধান।

মিয়ানমারের রাখাইনে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সোমবার (১৫ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় এ তথ্য। দুর্গত এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। সেই সাথে সহায়তারও আশ্বাস দেন। খবর রয়টার্সের।

এর আগে রাষ্ট্রীয় চ্যানেল এমআরটিভিতে প্রচার করা হয়, ত্রাণ তৎপরতার খবর। বলা হয়, দুর্গত এলাকায় জরুরি সহায়তা বিতরণ করবে সেনাবাহিনী।

গত রোববার মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এতে ছয় জনের মৃত্যু হয় এবং আহত হন অনেকে। বিধ্বস্ত হয় এক হাজারের বেশি ভবন। ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দর, ৬৪টি স্কুলভবন ও ১৪টি স্বাস্থ্যকেন্দ্রসহ আরও বহু স্থাপনা। এসব ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে মেরামতের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply