বিদেশে গিয়ে হয়তো উপযুক্ত প্রটোকল পাননি, সেকারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রদূতদের নিরাপত্তা না দেয়া এক ধরনের দায়িত্বহীনতা। এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করবে। দেশের জন্য বড় ক্ষতি হবে যা পরবর্তীতে প্রভাব পড়বে।
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপি আন্দোলন করেছে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার জন্য। সংসদ থেকে বেড়িয়ে আসা সঠিক সিদ্ধান্ত ছিল বিএনপির।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৫ দিন ব্যাপী ২৯ মে থেকে ১০ জুন পর্যন্ত কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
ইউএইচ/
Leave a reply