শহীদ মিনার থেকে এফডিসিতে নায়ক ফারুকের মরদেহ

|

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ নেয়া হয়েছে বিএফসিডিতে। শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে, বেলা ১২টার দিকে তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল পৌনে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার কফিন। সাথে ছিলেন স্ত্রী ও সন্তানরা। বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

বিমানবন্দর থেকে এই কিংবদন্তি অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাসভবন উত্তরা ৭ নম্বর সেক্টরে। সেখানে তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগরসহ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত অনেক মুখ। এফডিসিতে সকল আনুষ্ঠানিকতা শেষে গাজীপুরের কালীগঞ্জের গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হবে বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’কে।

আরও পড়ুন: ফারুক ভাই নিজেই একটা ইনস্টিটিউশন, একটা এফডিসি: জায়েদ খান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply