বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে শাটল ট্রেনের শিডিউল বিপর্যায়ের কারণে ১৫ মিনিট পর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর অর্থাৎ বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয় প্রথম শিফটের পরীক্ষা। শেষ হয় ১২টা ১৫ মিনিটে। পরের শিফট সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ৭৪ হাজার ৬৫০ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২ জন। প্রথম দিন দুই শিফটে মোট ৩৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। বাকি পরীক্ষার্থীরা আগামীকাল দুই শিফটে পরীক্ষা দেবেন।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতেও নেয়া হয়েছে ব্যবস্থা।
ইউএইচ/
Leave a reply