৩ বছরে বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন হয়েছে: তাপস

|

গত ৩ বছরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আমূল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৬ মে) সকালে নগর ভবনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেছেন, সড়ক ও হাঁটার পথে পড়ে থাকা শতভাগ উন্মুক্ত বর্জ্য ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। গত ৩ বছরে ৩৬টি ওয়ার্ডে নতুন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের ফলে বর্তমানে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সংখ্যা ৫৮-তে উন্নীত হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শেখ ফজলে নূর তাপস আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২৫ কোটি টাকা ব্যয়ে গত ৩ বছরে ১৩৬টি স্থানে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply