কাতালুনিয়ার গণভোটে স্বাধীনতার পক্ষে পড়েছে ৯০ শতাংশ ভোট। স্থানীয় সময় রোববার গভীর রাতে এক টেলিভিশন ভাষণে এই দাবি করেন, রাজ্যটির প্রেসিডেন্ট কার্লেস পিজমন্ট।
তিনি বলেন, সহিংসতা-প্রতিরোধের মুখেও রাষ্ট্রীয় মর্যাদার অধিকার আদায় করতে পেরেছে, স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটি। পিজমন্ট জানান, কাতালুনিয়ার সামনে খুলে গেলো স্বাধীনতা ঘোষণার দরজা। এর আগে, রাজ্য সরকারের মুখপাত্র এক বিবৃতিতে জানান, বাঁধার মুখেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো ৪২ ভাগের বেশি। শুধু তাই নয়, সাড়ে ২২ লাখের মতো ভোটারের প্রায় সবাই স্বাধীনতার পক্ষে জানিয়েছেন সমর্থন। মাত্র ৮ ভাগ মানুষ দিয়েছেন ‘না’ ভোট।
কাতালান কর্তৃপক্ষের অভিযোগ, স্প্যানিশ সরকারের বাধার মুখে ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেননি বেশিরভাগ মানুষ; পাল্টাপাল্টি সংঘাতে আহত হয়েছেন কমপক্ষে ৮৭৭ জন।
Leave a reply