ক্ষমতা আকড়ে থাকা বুড়ো জেনারেলদের অবসরে যাওয়া উচিৎ: থাকসিন সিনাওয়াত্রা

|

বছরের পর বছর ক্ষমতা আকড়ে থাকা থাইল্যান্ডের বুড়ো জেনারেলদের এবার সম্মানের সাথে অবসরে যাওয়া উচিৎ, এমন মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। খবর রয়টার্সের।

এবারের নির্বাচনে বিজয়ী মুভ ফরোয়ার্ড পার্টির প্রচারণা কৌশল নিয়ে ব্যাপক প্রশংসা করেন তিনি। ভার্চুয়াল এক আলোচনায় বলেন, ব্যয়বহুল প্রচারণার তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার বানিয়েছে দলটির তরুণ নেতা। ভোট কেনার বদলে মন জয় করেছে জনতার। তবে মুভ ফরোয়ার্ড পার্টির রাজতন্ত্র বিরোধী পদক্ষেপে তাদের সমর্থন থাকবে না বলেও জানান থাকসিন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শিগগিরই দেশে ফেরার পরিকল্পনার কথাও বলেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা পুইয়ে থাই পার্টির নেতৃত্বে রয়েছেন তার মেয়ে পেতোংতার্ন সিনাওয়াত্রা। ২০০৬ সালে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর গ্রেফতার এড়াতে দেশ ছাড়েন থাকসিন। ১৭ বছর ধরে আছেন স্বেচ্ছা নির্বাসনে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply