ম্যানসিটির প্রতিশোধ নাকি রিয়ালের পুনরাবৃত্তি

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের মহারণে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ। গত বছর রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছিল পেপ গার্দিওলার শিষ্যদের। এবার এসেছে সুবর্ণ সুযোগ, নিজেদের মাঠে রিয়ালকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া সিটিজেনরা। অন্যদিকে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে প্রস্তুত লস ব্লাঙ্কোসরা।

নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য জানাবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (১৭ মে) দিবাগত রাত ১টায়। লড়াইটা যখন ফিরতি লেগ। বিশেষ করে ঘরের মাঠ ইতিহাদে। তখন পরিসংখ্যান পুরোটাই সিটির পক্ষে। এই মাঠে আগের চার দেখায় একবারও সিটিজেনদের হারাতে পারেনি রিয়াল।

ইউরোপ সেরার আসরে নিজেদের মাঠে সিটি কতটা দুর্বার, তা বোঝাতে একটি উদাহরণই যথেষ্ট। সবশেষ ২৫ ম্যাচে অপরাজিত ব্লুজরা; এর মধ্যে জয় ২৩টি; ড্র ২টি। এর আগের নয়বারের দেখায় দুই দলেরই ফলাফল সমান। তিনটি করে ম্যাচে জয় আছে দুই দলেরই। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।

বিগ ম্যাচের আগে আলোচনায় একজন, গোলমেশিন খ্যাত আর্লিং হাল্যান্ড। চলতি চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির ২৭ গোলের ১২টি করেছেন এই নরওয়েজিয়ান তারকা। ছুটছেন এক আসরে রোনালদোর সর্বোচ্চ ১৭ গোল রেকর্ডের পেছনে। তাই গার্দিওলার তুরুপের তাস হয়ে উঠতে পারেন হাল্যান্ডই। এছাড়াও, জ্যাক গ্রিলিশ, কেভিন ডি ব্রুইনারাও মুখিয়ে থাকবেন নিজেদের যাত চেনাতে।

হাল্যান্ড যতই আলো কেড়ে নেয়ার চেষ্টা করুক, বড় ম্যাচের সব সময় আলো কেড়ে নেয়ার ক্ষেত্রে জুড়ি মেলা ভার ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। এই ব্রাজিলিয়ান উইঙ্গার ধীরে ধীরে নিজেকে অপ্রতিরোধ্য হিসেবে প্রমাণ করে যাচ্ছেন। ম্যানসিটির রক্ষণে আজ আতঙ্ক ছড়াতে পারেন তিনিই।

ম্যানসিটি ক্ষুধার্ত ভালোই জানা রিয়ালের। তবে আত্মবিশ্বাসের কমতি নেই রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের। কোপা দেলরের শিরোপা জয়ের সুখস্মৃতি নিয়েই নামবে লস ব্লাঙ্কোসরা।

মহারণের মঞ্চ প্রস্তুত, প্রস্তুত দুই দলের সৈনিকেরা, এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply