বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

|

ছবি: সংগৃহীত

একটি টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। দুই ভিন্ন সময়ে, তিন ভেন্যুতে হবে ম্যাচগুলো। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু, মাঝে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, শেষ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

একমাত্র টেস্ট সামনে রেখে ১০ জুন বাংলাদেশে আসবে রাশিদ খান, রহমত শাহরা। ১১, ১২ ও ১৩ জুন ঐচ্ছিক অনুশীলন শেষে ১৪ তারিখ মূল লড়াই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টেস্টটি।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৫, ৮ ও ১১ জুলাই। এরপর দুই দলই টি-টোয়েন্টি খেলতে সিলেটে যাবে।

সেখানে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৬ জুলাই। কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি।

একমাত্র টেস্ট- ১৪ জুন, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১ম ওয়ানডে- ৫ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২য় ওয়ানডে- ৮ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৩য় ওয়ানডে- ১১ জুলাই, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

১ম টি-টোয়েন্টি- ১৪ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি- ১৬ জুলাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply