দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বলেন, বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই দেশের জনগণ সফল হতে দেবে না।
বুধবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর কলাবাগান মাঠে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাসিম বলেন, সরকার দেশের জনগণের জন্য কাজ করছে। দেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের দেশের এই উন্নয়ন সহ্য হচ্ছে না বলেই তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আওয়ামী লীগের পাশাপাশি সেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনকে জনগণের পাশে থাকার আহবান জানান কেন্দ্রীয় এই নেতা। স্থানীয় দুস্থ্য ও দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন তিনি।
/এমএন

