ব্রাশফায়ারে নিহত ৬; মামলা হয়নি এখনও

|

খাগড়াছড়িতে ব্রাশফায়ারে ৬ জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। তবে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে কিংবা প্রতিপক্ষ এ হামলা চালাতে পারে। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ব্রাশফায়ারে আহত তিনজনের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গতকালই ৬ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এ ঘটনার পর পাহাড়ে থমথমে অবস্থা বিরাজ করছে পার্বত্য জেলা গুলোতে।

উল্লেখ্য, শনিবার (১৮ আগস্ট) খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply