Site icon Jamuna Television

অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।

অল্পের জন্য ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। গুঞ্জন শোনা যাচ্ছে, পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতেই গাড়িতে ওঠেছিলেন এ জনপ্রিয় জুটি। যা স্মরণ করিয়ে দেয় হ্যারির মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ঘটনাকে। খবর বিবিসির।

প্রিন্স হ্যারির মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার (১৬ মে) নিউইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফেরার পথে পাপ্পারাজিরা পিছু নিলে বেপোরোয়াভাবে গাড়ি চালাতে হয় হ্যারির ড্রাইভারকে। এতেই দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলো গাড়িটি। এ সময় গাড়িতে মার্কেলের মা ডোরিয়া রাগল্যান্ডও ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে এ রকমই এক দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়ানা। সে সময় আলোকচিত্রীরা প্যারিসের রাস্তায় তার গাড়ির পিছু নিয়েছিল। তাদের কবল থেকে বাঁচতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।

/এসএইচ

Exit mobile version