গতবারের হারের শোককেই এবার শক্তিতে পরিণত করেছি: গার্দিওলা

|

গত মৌসুমে শেষ চার থেকে বিদায়ের ক্ষত এবার ম্যানচেস্টার সিটিকে ফাইনালে নিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় লেগে পাওয়া দারুণ জয়ের জন্য পুরো দলের অবদানের কথা স্মরণ করলেন পেপ। ভালো খেলে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো শিরোপা জয়ের বিষয়ে আশাবাদী তিনি। আর, যোগ্য দল হিসেবেই ম্যানচেস্টার সিটি ফাইনালে পৌঁছেছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ ধারাবাহিক ম্যানচেস্টার সিটি। তবে দলটির ঠিক উল্টো চিত্রই সাধারণত দেখা যায় ইউসিএলে। প্রিমিয়ার লিগে আটবার শ্রেষ্ঠত্বের মুকুট পরা হলেও এখন পর্যন্ত একবারও ছুঁয়ে দেখা হয়নি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল সিটিজেনরা। তবে এবার রিয়ালের ওপর মধুর প্রতিশোধ নিয়ে ফাইনালে গার্দিওলার শিষ্যরা।

২০২১-২২ মৌসুমে প্রথমবার ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে উঠেছিল ম্যানচেস্টার সিটি। ফেবারিটের তকমা নিয়ে সেবার মাঠে নামলেও চেলসির কাছে হারতে হয়েছিল তাদের। তবে এবার আর দীর্ঘশ্বাস নয়; প্রথমবারের মতো তার দল শিরোপা উঁচিয়ে ধরবে বলে বিশ্বাস সিটি কোচ পেপ গার্দিওলার।

পেপ গার্দিওলা বলেন, সত্যি অসাধারণ একটা মুহূর্ত! পুরো দলের প্রতি আমি কৃতজ্ঞ। পুরোটা সময় প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম হয়েছি আমরা। ফাইনালে আমাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব হওয়ায় অনেকেই আমাদের ফেবারিট মানছে। তবে মাঠের খেলাটাই আসল। আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হয়ে ইউরোপ সেরা হওয়া।

এর আগে, সান্টিয়াগো বার্নাব্যুতে হওয়া সেমিফাইনালের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। দু’দলের সামনেই সুযোগ ছিল ফাইনালে যাওয়ার। তবে দ্বিতীয় লেগে ৪-০ গোলে হেরে শেষ চার থেকেই বিদায় নিলো গ্যালাক্টিকোরা।

সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ম্যাচে নাটকীয়তা ছিল না। যোগ্য দল হিসেবেই ফাইনালে গেছে ম্যানসিটি। নি:সন্দেহে তারা আমাদের থেকে ভালো ফুটবল খেলেছে। এদিন আমাদের কোনো পরিকল্পনাই কাজে আসেনি।

উল্লেখ্য, আগামী ১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। প্রিমিয়ার লিগে ধারাবাহিক দলটির সামনে উঁকি দিচ্ছে ইউরোপ সেরার হাতছানি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply