ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত লাহোর, নিহত অন্তত ৮

|

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত পাকিস্তানের লাহোর। এর ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে। এতে এখন পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ৮ জন। খবর জিও নিউজের।

বৃহস্পতিবার (১৮ মে) এই তথ্য নিশ্চিত করে লাহোর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। জানানো হয়েছে, দুর্যোগপ্রবণ এলাকায় ছাদ এবং দেয়াল ধসের কারণে প্রাণহানি ঘটেছে। এছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েও প্রাণ গেছে কয়েকজনের। নিহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও। নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, দেশটির জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাবের মধ্যাঞ্চল, সিন্ধু প্রদেশ, গিলগিৎ-বালিচিস্তান ও আজাদ কাশ্মিরে হতে পারে বজ্রপাতসহ বৃষ্টিপাত। তাছাড়া রাজধানী ইসলামাবাদেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply