জোট সরকারের দিকেই এগোচ্ছে থাইল্যান্ড

|

জোট সরকার গঠন সংক্রান্ত বৈঠকের পর মুভ ফরোয়ার্ড পার্টির নেতা ও অন্যান্য দলের নেতারা। ছবি: সংগৃহীত।

অবশেষে জোট সরকার গঠন হতে চলেছে থাইল্যান্ডে। বৃহস্পতিবার (১৮ মে) মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিতা লিম-জারোয়েন-রাত জানান, দফায় দফায় বৈঠকের পর অন্যান্য দলগুলোর সাথে জোট গঠনে সমঝোতা হয়েছে। যে কোনো সময় সরকার গঠনের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। খবর রয়টার্সের।

এরইমধ্যে পিতা লিম-জারোয়েন-রাতকে প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে সমর্থন দিয়েছে বাকি দলগুলো। সংবাদ সম্মেলনে তিনি জানান, ৮টি রাজনৈতিক দলকে নিয়ে গঠিত হবে জোট সরকার। আলোচনার ভিত্তিতে মন্ত্রিপরিষদসহ অন্যান্য দায়িত্ব ভাগাভাগি করা হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এরআগে সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে দেখা দেয় বিভাজন। অনিশ্চয়তা সৃষ্টি হয় লিম-জারোয়েন-রাতের প্রধানমন্ত্রিত্ব নিয়েও। নির্বাচনে পার্লামেন্টে ১৫১টি আসন নিশ্চিত করে শীর্ষ স্থান দখল করে মুভ ফরোয়ার্ড পার্টি। অন্যদিকে পায়েতংতার্ন সিনাওয়াত্রার পুয়ে থাই পার্টি জয় পায় ১৪১ আসনে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply