পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে: শিক্ষামন্ত্রী

|

মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ গঠনে এবং পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে; এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বললেন, পরীক্ষা ভীতির বদলে নতুন চিন্তার প্রসার ঘটাতে এই কার্যক্রম করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, চলমান মেগা প্রকল্প শেষ হলে শিক্ষায় আগামী দিনের মেগা প্রকল্প হবে। শিক্ষাখাতে মোট বাজেটের ৬ ভাগ দেয়ার তাগিদ রয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় যদি কারিকুলাম ঠিক না থাকে, তাহলে শুধু বাজেট বৃদ্ধি করে লাভ হয় না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগের থেকে অনেক স্বচ্ছ এবং পাঠদান আগের থেকে দক্ষ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য কারিকুলাম তৈরি করতে হবে।

এই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, উচ্চ শিক্ষা দেশে খুবই বৈষম্যমূলক। এটার পরিবর্তন করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply