মিসরে ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি আরোপ করে নতুন আইন প্রণয়ন করেছে সরকার। শনিবার, আইনটিতে অনুমোদন দেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ্ আল সিসি।
সাইবার অপরাধ সংক্রান্ত নতুন এ আইনে, মিসরের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে হুমকি মনে হতে পারে- এমন ওয়েবসাইট বন্ধের কথা বলা হয়। আইনটির আওতায় এরই মধ্যে দেশটিতে ৫শ’র বেশি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়, বন্ধ ওয়েবসাইটগুলো ব্যবহারের চেষ্টা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে জেল-জরিমানারও বিধান দেয়া হয়।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যবহারকারীর পাঁচ হাজারের বেশি অনুসারী থাকলে তাকে সরকারি নজরদারির আওতায় আনারও ঘোষণা দেয়া হয়। একে তথ্য স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছে মানবাধিকার গোষ্ঠীগুলো। যদিও সিসি প্রশাসনের দাবি, সন্ত্রাসবাদ ও সাম্প্রতিক অস্থিতিশীলতা মোকাবেলায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a reply