নিন্দা-সমালোচনা উপেক্ষা করেই জেরুজালেমে ইহুদিদের শোডাউন

|

সিএনএন থেকে সংগৃহীত ছবি।

চরম নিন্দা ও সমালোচনা উপেক্ষা করেই জেরুজালেমে দখলদারিত্ব প্রতিষ্ঠার ৫৬ বছর উদযাপন করলো ইসরায়েল। বৃহস্পতিবার (১৮ মে) আল আকসা ঘিরে শোডাউন করে জায়নবাদীরা। খবর সিএনএনের।

এদিন, দখলদারিত্ব উদযাপনে হওয়া মিছিলের নেতৃত্ব দেন কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন গাভির। তিনি জানান, সন্ত্রাসীদের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, রাজপথে নেমেছে ১০ হাজার ইহুদি।

এদিন, ইহুদিদের ওপর অনাকাঙ্খিত হামলা ঠেকাতে মোতায়েন ছিলো পুলিশের অতিরিক্ত আড়াই হাজার সদস্য। শোডাউনের সময়, ফিলিস্তিনিদের প্রতি তীর্যক মন্তব্য ছুঁড়ে দেয় ইসরায়েলিরা। হুমকি দেয়- অবিলম্বে ভূখণ্ড না ছাড়লে, মুসলিমদের মৃত্যু অনিবার্য। এ সময়, আল-আকসায় নামাজরত অনেকেই দেন উসকানির পাল্টা জবাব। তাতেই ছড়ায় উত্তেজনা। কয়েকজন ফিলিস্তিনির ওপর চড়াও হয় ইহুদিরা; করে মারধর।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে, রক্তক্ষয়ী হামলার মাধ্যমে পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। আন্তর্জাতিক নীতিমালা অনুসারে, এটি অবৈধ আচরণ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply