খুলনায় হ্যাণ্ডকাফ পরা অবস্থায় নারীকে হামলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

|

সিসি টিভি ফুটেজ থেকে সংগ্রৃহীত ছবি।

খুলনা ব্যুরো:

খুলনায় পুলিশের সামনেই হ্যান্ডকাফ পরা অবস্থায় এক নারীকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী জানান, বাসায় চুরির ঘটনায় অভিযোগ করায় হামলা চালানো হয় তার ওপর। ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী রাবেয়া খাতুন। এদিকে, ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে কেএমপি।

লবণচড়ার পুুঁটিমারি বাজার। দুই পুলিশ সদস্যের সাথে কথা বলছিলেন রাবেয়া খাতুন। হঠাৎ, হ্যান্ডকাফ পরা অবস্থায় তার ওপর হামলা চালায় আবু বক্কর নামের এক আসামি।

জানা গেছে, গত ১২ মে পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী রাবেয়া খাতুনের বাসায় চুরি হয়। পরেরদিন এ ব্যাপারে থানায় অভিযোগ দেন তিনি। অভিযুক্ত করা হয় প্রতিবেশি যুবক আবু বক্কর ও তার ভাইকে। সে বিষয়ে নিজ বাসায় পুলিশের সাথে কথা বলার সময়ই ঘটে হামলার ঘটনা।

ভুক্তভোগী নারী জানান, আহত অবস্থায় থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। নিয়েছে জিডি। তাতে, পুলিশের উপস্থিতিতে হ্যান্ডকাপ পরা অবস্থায় হামলার কথা উল্লেখ নেই।

প্রতিবেশিদের দাবি, আবু বক্কর একজন মাদকসেবী। এর আগেও, পুলিশের উপস্থিতিতে এমন কাণ্ড ঘটিয়েছে সে।

এ প্রসঙ্গে, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, যা ঘটেছে তা অবশ্যই অন্যায়। ঘটনাটির তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

এরইমধ্যে ছাড়াও পেয়ে গেছে বক্কর। এতে দুই সন্তান নিয়ে আতঙ্কে ভুক্তভোগী ও তার পরিবার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply